Site icon Jamuna Television

সুচিকে দেয়া সম্মাননা প্রত্যাহার করেছে ‘দ্য সিটি অব লন্ডন করপোরেশন’

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে দেয়া বিশেষ সম্মাননা প্রত্যাহার করেছে দ্য সিটি অব লন্ডন করপোরেশন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে সংস্থার প্রধান ডেভিড ওটন।

তিনি বলেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নিতে না পারায় সু চি’র সম্মাননা প্রত্যাহার করা হয়েছে। যদিও আরও আগে এ সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।

কর্তৃপক্ষ বলছে, শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে কাজ করার জন্য ২০১৭ সালের তাকে বিশেষ সম্মাননা দেয় লন্ডন সিটি। গণমাধ্যম জানায়, ফ্রিডম অব দ্যা সিটি অব লন্ডন সম্মাননা দেয় দ্য কমন কাউন্সিল। কাউন্সিল বলছে, সু চিকে সম্মাননা দেয়াটা ভুল ছিলো তাদের।

বিশেষ এই সম্মাননায় ভূষিত হন নেলসন মেন্ডেলা ও স্টিফিন হকিংসহ বেশ কয়েকজন।

Exit mobile version