Site icon Jamuna Television

নির্ভয়া ধর্ষণ মামলায় ৪ আসামির ফাঁসি ২০ মার্চ

ভারতে আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় নির্ভয়া মামলার দণ্ডিত চার আসামির ফাঁসি কার্যকর ২০ মার্চ। নতুন করে এ পরওয়ানা জারি করে দিল্লি আদালত।

এতে বলা হয়, নির্ভয়া মামলা সব ধরণের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। নতুন তারিখ পেছানোর কোন সুযোগ নেই বলেও নিশ্চিত করেন আদালত।

এর আগে তিনবার ফাঁসি কার্যকররের দিন ধার্য্য হলে প্রাণ ভিক্ষা চাওয়ায় তা বাস্তবায়ন করা যায়নি। তবে সব আবেদন খারিজ হওয়ায় ফাঁসি কার্যকরে আর কোন বাধা নেই বলেও জানায় আইন বিশেষজ্ঞরা।

তারা বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে রায় কার্যকরে ১৪ দিন সময় প্রয়োজন। সেই অনুসারে ২০ মার্চ কার্যকর হবে নির্ভয়া হত্যা ও ধর্ষণকারী চার আসামীর ফাঁসি।

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির রাস্তায় চলন্ত বাসে এক মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়।

Exit mobile version