Site icon Jamuna Television

‘থ্যাঙ্কিউ ক্যাপ্টেন’

৫০তম ওয়ানডে জয় দিয়ে অধিনায়কত্বের ক্যারিয়ার শেষ করলেন মাশরাফী বিন মোর্ত্তজা। আর এমন অর্জনের দিনে অধিনায়ককে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত করেছেন সতীর্থরা।

শেষ উইকেট পতনের পরপরই দলের সব ক্রিকেটার ‘থ্যাঙ্কিউ ক্যাপ্টেন’ লিখা মাশরাফীর ২ নাম্বার জার্সি পরে এসময় মাঠে নেমে আসেন। সবাই মিলে ঘিরে ধরেন মাশরাফীকে। সতীর্থদের এমন ভালবাসায় আবেগাক্রান্ত হয়ে পড়েন বাংলাদেশ ওয়ানডে দলের বিদায়ী অধিনায়ক।

স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও এসময় দাঁড়িয়ে যান। প্রিয় অধিনায়কের প্রস্থানের দিন দুর্দান্ত খেলার সাফল্যে উদ্বেলিত হয়ে পড়েন তামিম-লিটন-সাইফরা। তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Exit mobile version