Site icon Jamuna Television

কে হচ্ছেন টাইগারদের পরবর্তী ওয়ানডে অধিনায়ক?

কে হচ্ছেন অধিনায়ক মাশরাফী পরবর্তী বাংলাদেশ দলের পরবর্তী ওয়ানডে অধিনায়ক?
এমন প্রশ্নের জবাবে শুক্রবারের সংবাদ সম্মেলনে মাশরাফী পরামর্শ দিয়েছেন সিনিয়র কাউকে যেন দায়িত্ব দেয়া হয়।

মাশরাফীর জায়গা নিতে দৌড়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। সম্প্রতি অধিনায়কত্বের প্রস্তাব সম্পর্কে গণমাধ্যমে ইতিবাচক মন্তব্য করেছেন মুশফিকুর রহিমও। আর তাতেই চটেছেন আকরাম।

এদিকে, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন ৮ মার্চ বোর্ড সভাতে দায়িত্ব পাবেন রিয়াদ-তামিমের মত সিনিয়র কেউ। তবে অধিনায়ক হতে মুশফিকের আগ্রহ বোর্ডকে না জানানোয় ক্ষুব্ধ তিনি।

৮ মার্চ বোর্ড সভায় নির্ধারিত হবে কে হচ্ছেন মাশরাফীর উত্তরসুরী? যার নেতৃত্বে পাকিস্তান যাবে টাইগাররা, একমাত্র ওয়ানডে খেলতে!

Exit mobile version