Site icon Jamuna Television

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় ফয়সাল আহমেদ বাবু নামে এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভিনিং কোর্সের এমবিএ’র শিক্ষার্থী। শুক্রবার রাত আটটার দিকে চেয়ারম্যান বাড়িতে এ দুঘর্টনা ঘটে।

পুলিশ জানায়, তিনশ’ ফিট থেকে আগারগাও তালতলার বাসায় ফিরছিলেন বাবু। চেয়ারম্যান বাড়িতে পৌঁছালে মহাখালীগামী এনা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে তার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। পুলিশ জানায়, এ ঘট্নায় ঘাতক বাসকে জব্দ করা হয়েছে। তবে, মামলা করতে অনীহা নিহতের স্বজনদের। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালীতে।

Exit mobile version