Site icon Jamuna Television

তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণ, নিহত ১

তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আহত ৬ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাজধানীর স্পর্শকাতর এলাকায় চালানো হয় হামলা। সেখানে, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের দূতাবাস বা কূটনৈতিক কার্যালয়। টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় দুই ব্যক্তি। ঘটনাস্থলেই হামলাকারীরাসহ প্রাণ হারান এক পুলিশ সদস্য। বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে।

এখনো কেউ হামলার দায় স্বীকার না করলেও; পুলিশের ধারণা- এরসাথে আইএস জড়িত। গেলো বছরও, দেশটিতে নিরাপত্তাকর্মীদের ওপর কয়েকদফা হামলা চালায় জঙ্গি সংগঠনটি।

Exit mobile version