Site icon Jamuna Television

টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম চট্টগ্রামের হালিশহর এলাকার আব্দুল অদুদ পাটওয়ারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেল যোগে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের জানালার বাইরে থেকে কতিপয় ব্যক্তি তার মোবাইলটি ছিনিয়ে নিলে রকিবুল তাদের পিছু নেয়।

ছিনতাইকারীদের পেছন পেছন রেলস্টেশন থেকে ৭ নম্বর লাইনের দিকে গেলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মোবাইল ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টঙ্গী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Exit mobile version