Site icon Jamuna Television

নেতার মৃত্যুবার্ষিকীতে বন্দুকধারীর হামলায় নিহত ৩২

আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৩২ জনের। আহত আরও ৮১ জন। পুলিশের তাৎক্ষণিক অভিযানে নিহত হয়েছে দুই হামলাকারীও। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। শুক্রবার দাশত-ই-বার্শি এলাকায় এক নেতার মৃত্যুবার্ষিকীতে হয় এ হামলা। অতিথিদের বেশিরভাগ ছিলেন সংখ্যালঘু শিয়া। ধর্মীয় নেতা আব্দুল আলি মাজারির ২৫তম মৃত্যুবার্ষিকীতে এসেছিলেন তারা।

জানা গেছে, আফগানিস্তানের ঐক্যমতের সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। অল্পের জন্য বেঁচে যান তিনি। এদিকে, সেনা প্রত্যাহারের পর আবারও তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে; এমন শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Exit mobile version