Site icon Jamuna Television

মুজিববর্ষে বিদেশী অতিথি আগমনে করোনার প্রভাব পড়বে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি:

করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে। তবে এ ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার সকালে সিলেট সফরে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, নরেন্দ্র মোদির সফরে যারা বিরোধিতা করছেন মূলত ভারত তার ঐতিহাসিক অবস্থান থেকে সরে পড়ছে তাই। সেখানে কিছু দাঙ্গা হাঙ্গামার কারণে এখানে বিরোধিতা হলেও অতিথিকে সম্মান দেখানো হবে বলে জানান মন্ত্রী।

করোনার প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারো সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি বলেও তিনি জানিয়েছেন।

ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠানসহ বেশকিছু অনুষ্ঠানে অংশ নেবেন মন্ত্রী।

Exit mobile version