Site icon Jamuna Television

মাশরাফীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন থারাঙ্গা

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নেতৃত্বের ইতি টানলেন। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে জয় নিয়ে বিদায় নিলেন তিনি। বিদায়ের সময়ে তাকে নিয়ে আবেগী পোস্ট দিয়েছেন শ্রীলংকার সাবেক ক্যাপ্টেন উপুল থারাঙ্গা।

বিদায় বেলায় শুভকামনা জানাতে ভুল করেননি থারাঙ্গা। ফেসবুক স্ট্যাটাসে থারাঙ্গা লেখেন, তোমার জন্য সর্বাত্মক শুভকামনা রইল বন্ধু মাশরাফী বিন মোর্ত্তজা। কী অসাধারণ চ্যাম্পিয়ন তুমি। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছ তুমি। শিগগির তোমার সঙ্গে দেখা হবে সতীর্থ কাম বন্ধু।

উল্লেখ্য, বিপিএল থেকে শুরু করে ঢাকা লিগ-সবখানেই জড়িয়ে আছেন থারাঙ্গা। বাংলাদেশের সবধরনের লিগে এমন বিচরণের ফলে মাশরাফীর সাথে ঘনিষ্টতাও আনেকদিনের। তাইতো ফেসবুকে ম্যাশকে শুভেচ্ছা জানাতে ভুল করলেন না থারাঙ্গা।

Exit mobile version