Site icon Jamuna Television

কক্সবাজারে ৮হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। মোঃ ইয়াসিন (২৩) নামের ওই মাদক পাচারকারী বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের এইচ বাকের মো. ফজল হকের ছেলে।

শনিবার রাত ৮টায় লিংক রোড সংলগ্ন কক্সবাজার বেতার অফিসের সামনের সড়কে যাত্রীবাহি সিএনজি টেক্সিতে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

র‌্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, টেকনাফ থেকে সিএনজি যোগে ইয়াবার চালান নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধা থেকে বেতার অফিসের সামনের সড়কে চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালানো হয়।

এক পর্যায়ে রাত ৮টার দিকে একটি সিএনজি তল্লাশী চালানোর সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ৪টি প্যাকেটে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দ হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। ইয়াসিনকে ইয়াবাসহ কক্সবাজার সদর থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

Exit mobile version