Site icon Jamuna Television

ইতালিতে কোয়ারেনটাইনে ১ কোটি ৬০ লাখ মানুষ

কোভিড নাইনটিনের বিস্তার রোধে ইতালির উত্তরাঞ্চলে এক কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেনটাইনে রাখা হচ্ছে। দেশটিতে একদিনের ব্যবধানে প্রাণ হারালেন ৩৬ জন; নতুনভাবে আক্রান্ত ১২শ’র বেশি।

এরমধ্যে, রেডজোন হিসেবে ঘোষণা করা হয়েছে লোমবার্ডি প্রদেশকে; সেখানেই এক কোটি মানুষের বসবাস। তালিকায় বাণিজ্যিক রাজধানী মিলান, ভেনিস’সহ রয়েছে আরও ১১টি প্রদেশ। সিদ্ধান্তটি এপ্রিলের প্রথম সপ্তাহ নাগাদ বহাল থাকবে। দেশটিতে ভাইরাসে প্রকোপে প্রাণ হারিয়েছেন ২৩৩ জন, আক্রান্ত ৬ হাজারের কাছাকাছি।

ইরানেও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৫ জনে; লাফিয়ে বাড়ছে সংক্রমণও। যুক্তরাষ্ট্রে ১৯ জনের মৃত্যু হয়েছে ভাইরাসে। এদিকে, চীনের কুয়ানঝাউ শহরে কোয়ারেনটাইনের জন্য ব্যবহৃত হোটেল ধসে আটকা কমপক্ষে ৩০ জন, রয়েছে প্রাণহানির শঙ্কা। বিশ্বের ১০২টি দেশে ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৬শ’ মানুষ; আক্রান্ত লাখের বেশি।

Exit mobile version