Site icon Jamuna Television

ধর্ষক পশুর চেয়েও অধম: প্রধানমন্ত্রী

ধর্ষক ও নির্যাতনকারীরা পশুর থেকেও অধম। ধর্ষণ প্রতিরোধে সমাজের পুরুষদেরই ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। ৱ

পরীক্ষায় পাশের ক্ষেত্রে ছেলেরা কেন নারীদের থেকে পিছিয়ে রয়েছে তার কারণ খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতা নিজ থেকে আসে না যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। এর আগে, সমাজে বিশেষ অবদান রাখার জন্য ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version