Site icon Jamuna Television

করোনায় ইরানের আরেক এমপির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইরানের আরেক এমপি রাহবাব ফাতেমাহ। তিনি বেশ কয়দিন ধরে হাসপাতালের কোমায় ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ইসলামিক কোয়ালিশন পার্টির এমপি তিনি। এ খবর দিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা।

শনিবার তেহরান হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ফাতেমাহ রাহবারের মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় এমপি।

গত শুক্রবার প্রাণঘাতী এ ভাইরাসের থাবায় ইরানের আরেক এমপি মোহাম্মদ আলী রমজানি মারা যান।

এমপি ফাতেমাহ রাহবারের স্বামী, ছেলেমেয়ে ও মেয়ে জামাইও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২০ জনেরও বেশি ইরানি এমপি এ ভাইরাসে আক্রান্ত।

চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হচ্ছে ইরান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক হাজার জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, সপ্তাহ দুয়েক আগে ভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষণ প্রকাশ পাওয়ার পর এসব রোগী আমাদের কাছে এসেছেন। রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকজনের ভেতরে বেশ কয়েকজন রাজনীতিবিদ রয়েছেন।

Exit mobile version