Site icon Jamuna Television

খুলনায় তনয় হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি

খুলনা ব্যুরো
খুলনায় চাঞ্চল্যকর স্কুলশিক্ষক কাজী তাসফিন হোসেন তনয় হত্যা মামলার রায়ে পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

আদালত তার পর্যবেক্ষণে পারিবারিক ও জমিজমা সংক্রান্তের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে উল্লেখ করেন। একই সাথে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, সাইফুল ইসলাম, মুরাদ কাজী, ফরহাদ কাজী, কাজী রওনকুল ইসলাম ও জাকির হোসেন।

রায় ঘোষণার সময় জাকির হোসেন ছাড়া সকল আসামি আদালতে উপস্থিত ছিলো।

পুলিশ জানায়, ২০১৮ সালের ২৮ আগস্ট দুপুরের পর থেকে নিখোঁজ হন নগরীর মুজগুন্নি আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের কম্পিউটার শিক্ষক কাজী তাসফিন হোসেন তনয়।

এ ঘটনায় মুরাদ কাজীকে আসামি করে খালিশপুর থানায় অপহরণ মামলা হয়। পরে মুরাদ কাজী গ্রেফতার হলে তার স্বীকারোক্তি অনুযায়ী ১১ সেপ্টেম্বর নগরীর বয়রা পুলিশ লাইনের পেছনের একটি ডোবা থেকে তনয়ের গলিত লাশ উদ্ধার করা হয়। তদন্ত শেষে একই বছর ১০ ডিসেম্বর সাতজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল হয়। ১৮ স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।

Exit mobile version