Site icon Jamuna Television

বিদেশি ঋণ পরিশোধে অক্ষম লেবানন: লেবানিজ প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো বিদেশি ঋণ পরিশোধে অক্ষমতার কথা জানিয়েছে লেবানন। শনিবার এক ঘোষণায় একথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

তিনি বলেন, নির্ধারিত সময় সোমবার ঋণের অর্থবাবদ ১২০ কোটি ডলার প্রদান করতে পারবে না সরকার। ঋণের পরিমাণ লেবাননের সাধ্যের বাইরে চলে গেছে বলেও জানান তিনি।

গত কয়েক মাস ধরেই অর্থনৈতিক সংকটে টালমাটাল দেশটি। ডলারের বিপরীতে ব্যাপক হারে কমেছে লেবানিজ পাউন্ডের দাম। এর ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়ে দেশটির আমদানিকারকরা। দ্রব্যমূল্যের দাম বেড়েছে অস্বাভাবিক গতিতে। আশঙ্কাজনকভাবে বেড়েছে বেকারত্ব।

Exit mobile version