Site icon Jamuna Television

আমি বিজেপি থেকে বিচ্ছিন্ন হয়েছি, হিন্দুত্ব থেকে নয়: ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

আমি বিজেপি থেকে সরে গিয়েছি কিন্তু হিন্দুত্ব থেকে নয়। শনিবার ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বিতর্কিত রাম মন্দির নির্মানের স্থান পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

তিনি বলেন, “২০১৮’র নভেম্বর আমি এখানে এসেছিলাম তখন অযোধ্যা মামলা টানাপোড়েনের মধ্যে ছিল। এরপর ২০১ ‘র নভেম্বরে আসি, তখন অযোধ্যা মামলার রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সিদ্ধান্ত আমার জন্য সুখবর বয়ে এনেছিল, আমি মুখ্যমন্ত্রী হতে পেরেছি।”

উদ্ধব ঠাকরে বলেন, আমার সাথে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথা হয়েছে। আমি বলেছি আমরা সকলে মিলেই রামমন্দির নির্মাণ করবো। মহারাষ্ট্র মন্দির নির্মাণে এক কোটি রুপি দেবে। আর সকল রামভক্তই এতে অংশগ্রহণ করতে পারবে।

Exit mobile version