Site icon Jamuna Television

অনলাইনে করোনা নিয়ে যেসব ভুল তথ্য রয়েছে

বিশ্বের ৮০ দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯)। প্রাণঘাতী এই ভাইরাসের টিকা এখনও আবিষ্কৃত হয়নি। এই রোগ থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে জানা ও প্রতেরোধ করা।

প্রাণঘাতী এই রোগ থেকে বাঁচার জন্য বিভিন্ন বিষয় জানতে সবাই এখন গুগল সার্চ করছে। কিন্তু গুগলের তথ্যে অসংখ্যা ভুলের ছড়াছড়ি রয়েছে।

তাই এই সংকটময় সময়ে ইন্টারনেটে যে দশটি বিষয় লিখে সার্চ করবেন না।
আসুন জেনে নিই এমন ১০ বিষয় সম্পর্কে-

১. করোনাভাইরাস প্রতিরোধে কোনো স্পেশাল মাস্ক নেই। তাই এ রকম বিজ্ঞাপন দেখলে এসব থেকে দূরে থাকুন।

২. করোনাভারাসের আকার এত ছোট যে এন৯৫ কিংবা সার্জিক্যাল মাস্ক যেটিই হোক– এর ভেতরে প্রবেশ করতে পারবে। তাই অনলাইনে এ রকম বিষয় থেকে দূরে থাকুন।

৩. করোনাভাইরাসের কোনো প্রতিষেধক নেই। তাই অনলাইন থেকে করোনা প্রতিষেধক এ রকম কোনো মেডিসিন ক্রয় করা থেকে বিরত থাকুন।

৪. র‍্যান্ডমলি অনলাইনে করোনাভাইরাস সংক্রান্ত কিছু সার্চ করবেন না।

৫. করোনাভাইরাসের এখনও কোনো ‘টেস্ট কিট’ বের হয়নি। তাই ভুয়া করোনাভাইরাস টেস্ট কিট থেকে দূরে থাকুন।

৬. হোয়াটসঅ্যাপ কিংবা টিকটকসহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবরে বিশ্বাস করবেন না।

৭. করোনাভাইরাস সংক্রান্ত কোনো বিষয়ে ইউটিউব থেকে পরামর্শ নেবেন না।

৮. করোনাভাইরাসের উপসর্গ কেমন হবে এ রকম কিওয়ার্ড দিয়ে অনলাইনে সার্চ করবেন না।

৯. যাচাই ছাড়া কোনো আর্টিক্যাল বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন। এ ছাড়া ফিশিং ইমেইলের ফাঁদে পা দেবেন না।

Exit mobile version