Site icon Jamuna Television

টাইগারদের নতুন অধিনায়ক তামিম

পদ ছাড়ার দু’দিন না যেতেই মাশরাফীর উত্তরসূরি নির্ধারণ করলো বিসিবি। ওয়ানডেতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করলো বিসিবি। ১ এপ্রিল করাচিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হবে তামিমের অধিনায়কত্বের নতুন দায়িত্ব।

শুক্রবার ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন মাশরাফী। সিনিয়রদের মধ্য থেকে তার উত্তরসূরী খুঁজে নেয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। কার হাতে দেয়া হবে দায়িত্ব সেটা ঠিক করতে রোববার বোর্ড সভায় বসে বিসিবি। দৌড়ে ছিলেন মাহমুদুউল্লাহ রিয়াদও।

বিসিবির পরিকল্পনায় ২০২৩ বিশ্বকাপ। সাকিব আল হাসান ফিরবেন নভেম্বরই। তাহলে কি তামিমের জন্য এটি অন্তবর্তী দায়িত্ব? সে প্রশ্ন রয়েই গেলো। তবে, পারফরম্যান্স দিয়েই উত্তরটা নিশ্চিত করতে পারেন তামিম নিজেই।

Exit mobile version