Site icon Jamuna Television

মুন্সীগঞ্জে বিস্তীর্ন এলাকা জুড়ে পপি চাষ!

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চরবানিয়ালে বিস্তীর্ন এলাকা জুড়ে পপি (আফিম) চাষ করতে দেখা গেছে। প্রায় তিন একর জায়গায় পপি (আফিম) চাষ করা হলেও সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পপি (আফিম) ক্ষেতের কোনো মালিককে না পেয়ে আলামত হিসেবে পপি (আফিম) গাছ জব্দ করে।

রবিবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিন জানান, খবর পেয়ে আমরা যখন চরবানিয়ালে যাই সেখানে বিস্তীর্ন এলাকায় পপি (আফিম) চাষ হয়েছে দেখতে পাই। কিন্তু, ক্ষেতের কোনো মালিককে পাওয়া যায়নি আর ক্ষেতের ফসল আগেই কেউ নষ্ট করে দিয়েছে। সেগুলো আর ব্যবহার উপযোগী নেই। আলামত হিসেবে আমরা কিছু পপি (আফিম) গাছ জব্দ করেছি।

তিনি আরো জানান, যেহেতু পাঁচ কেজি পরিমাণের চেয়ে বেশি তাই এটি এখন আর ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারে নেই। পুলিশ নিয়মিত মামলা রুজু করবে।

এদিকে বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন পীর জানান, খুরশেদ ও মিজান নামে দুই ব্যক্তি প্রায় ৩ একর জমিতে পপি (আফিম) চাষ করেছে। তারা এলাকায় অনেক খারাপ কাজ করে থাকে। তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

Exit mobile version