Site icon Jamuna Television

নারী টি-২০ বিশ্বকাপ: ভারতকে হারিয়ে ৫ম বারের মতো শিরোপা অজিদের

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে আবারো আশাভঙ্গ ভারতের। ভারতকে ৮৫ রানে হারিয়ে ৫ম বারের মত নারী টি-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুরলো অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ১৮৫ রানের জবাবে ৯৯ রানে সবকটি উইকেট হারায় ভারত।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। ১১৫ রানের ওপেনিং জুটি গড়েন অ্যালিসা হ্যালি ও বেথ মুনি। হ্যালি ৭৫ রানে ফিরলেও মুনির অপরাজিত ৭৮ রানে ১৮৪ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

জবাবে ৫৮ রানে ৫ টপ অর্ডারকে হারিয়ে চাপে পড়ে ভারত। সর্বোচ্চ ৩৩ রান করেন দিপ্তি শার্মা। মেঘান স্কাটের ৪ আর জেস জেনাসনের ৩ উইকেট শিকারে ৯৯ রানে অলআউট হয় ভারত।

এর মধ্য দিয়ে ৫ম বারেরমত শিরোপা ঘরে তুললো অজিরা। আর ৮ম বার ফাইনালে উঠেও শিরোপা বঞ্চিত থেকে মাঠ ছাড়তে হয় ভারতকে।

Exit mobile version