Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে দেওভোগ পাইকারী পোশাক মার্কেটের ২য় তলার একটি পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে লাশটি ১০/১২দিন আগের। মার্কেটের দোকান মালিকরা জানায় পরিত্যক্ত এ ঘর প্রায় মাদকাসক্ত যুবকরা আসা যাওয়া করতো।

আসাদুজ্জামান জানান, তবে কে বা কারা কি কারণে এ হত্যা করেছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version