Site icon Jamuna Television

কাশিমপুর কারাগারে নারী কারাবন্দির মৃত্যু

গাজীপুরঃ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এক নারী বন্দির মৃত্যু হয়েছে। রোববার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

সাবেরা বেগম (৩৫) নামরে ওই নারী ঢাকার কদমতলীর ৮২১ হাজী খোরশেদ আলী রোড এলাকার বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিন জানান, ভোর পৌণে ৫টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে সাবেরাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অলিভা শারমিন জানান, একটি চুরির মামলায় গ্রেপ্তারের পর তাকে গত বছরের ২৪ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে পাঠানো হয়।

এদিকে তাকে মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল বলে জানিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম।

Exit mobile version