Site icon Jamuna Television

করোনার কারণে মুজিববর্ষের আয়োজন পুনর্বিন্যাস, ১৭ মার্চ আসছেন না বিদেশি অতিথিরা

করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে মুজিববর্ষের অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুজিবর্ষের উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। আজ রবিবার রাত দশটার পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, করোনা ইস্যুতে জনস্বার্থে ১৭ তারিখের প্যারেড স্কয়ারের অনুষ্ঠান হবে না। বিদেশি অতিথিরাও সেদিন আসবেন না। প্যারেড স্কয়ারের অনুষ্ঠান পরবর্তীতে আয়োজন করা হবে। তখন বিদেশি অতিথিরা অংশগ্রহণ করবেন।

তিনি আরও জানান, মুজিববর্ষের ১৭ মার্চের উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং বছর জুড়ে চলবে বাকি অনুষ্ঠান ও কর্মসূচি। কাল পুনর্বিন্যস্ত অনুষ্ঠান সূচি বৈঠক করে জানানো হবে। জনস্বার্থে সামগ্রিক বিশেষ বিবেচনায় জনসমাগমকে এড়িয়ে অন্যান্য কর্মসূচি চলবে। ৩২ নম্বর ও টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করা হবে তবে জনসমাবেশ হবে না।

তিনি আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব বর্ষের আয়োজন সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

Exit mobile version