Site icon Jamuna Television

পিছাতে পারে বাংলাদেশ-আফগানিস্তান বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ

করোনা ভাইরাস আতঙ্কে ৬ মাসের জন্য পিছিয়ে যেতে পারে বাংলাদেশ-আফগানিস্তান বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ।

দুবাইয়ে এএফসির সভায় এই আলোচনা হয়। আগামীকাল বাফুফের কাছে খেলা স্থগিতের প্রস্তাব পাঠাতে পারে এফসি। অবশ্য খেলা চালিয়ে যাওয়া না যাওয়া পুরোটাই নির্ভর করবে বাংলাদেশের সিদ্ধান্তের উপরে। বাংলাদেশ যদি খেলা চালিয়ে যেতে চায় সেক্ষেত্রে এফসি বা ফিফা থেকে কোন বাধা থাকবেনা। তবে জাতীয় দলের কোচ মনে করেন ফিফা বা এএফসি’র নির্দেশনা মেনে চলাই উচিত বাংলাদেশের। আর চলতি লিগ থেকে জাতীয় দলের জন্য বেশ কয়েকজন নতুন খেলোয়াড়ও খুজে পেয়েছেন বলে জানান জেমি।

বাংলাদেশের কোচ জেমি ডে বলেন, আমার মতে ফিফা এএফসি যা বলে তা মেনেই চলা উচিত। যেহেতু মাঠে অনেক দর্শকের সমাগম হবে, তাই সবার উচিত সতর্কতা অবলম্বন করা। এদিকে এবারের লিগ থেকে আমি বেশ কিছু খেলোয়াড় পেয়েছি। যা ভবিষ্যতের জন্য অনেক ভালো দিক।

Exit mobile version