Site icon Jamuna Television

বগুড়ায় পাটকলে আগুন, পুড়েছে ৮ হাজার মণ পাট

বগুড়া ব্যুরো
বগুড়ার একটি পাটকলে আগুনে পুড়ে গেছে প্রায় ৮ হাজার মণ পাট ও পাটজাতদ্রব্য। রোববার রাতে শহরের মানিকচক এলাকায় খন্দকার পাটকলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুড়ে ছাই হয়ে যায় পাটকলের প্রায় আড়াই কোটি টাকার সম্পদ।

বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল হামিদ যমুনা নিউজকে জানান, রাত সাড়ে ১০টার দিকে মানিকচক বাজার সংলগ্ন ওই পাটকলের গুদামে আগুন লাগার খবরে প্রথমে দুটি ইউনিট দিয়ে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় আধাঘণ্টা পর এই আগুন নিয়ন্ত্রণ কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের গাবতলীর একটি ইউনিট। রাত ১২টার কিছু পরে আগুন ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত খন্দকার জুটমিলের চেয়ারম্যান সুলতান মাহমুদ জানান, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন পাটকলের ভেতরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় ৮ হাজার মণ পাট ছাড়াও পাট নির্মিত বস্তা ও সুতলিসহ প্রায় আড়াই কোটি টাকার মালামাল আগুনে নষ্ট হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version