Site icon Jamuna Television

‘মুজিব বর্ষের অনুষ্ঠানে আসছেন না বিদেশি অতিথিরা’

দেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হবার পর মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। বছরজুড়ে নানা আয়োজন থাকলেও সীমিত করা হয়েছে উদ্বোধনী অনুষ্টান। ১৭ মার্চ প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানের পরিহার করা হবে জনসমাগম।

এবার করোনা শনাক্তের জের ধরে সেই অনুষ্ঠানের আমন্ত্রিত বিদেশি অতিথিরাও আসছেন না। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুজিববর্ষ উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মদিন ১৭ মার্চ। সব আয়োজন চূড়ান্ত। দেশি বিদেশি অতিথিদের আমন্ত্রণও সম্পন্ন। করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সরকার মুজিব বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচি পুনর্বিন্যাস করেছে। পরবর্তীতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বিদেশি অতিথিরাও।

মুজিব বর্ষ ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত। তাই নতুন সূচিতে উদযাপন ব্যাহত হবে না বলেও জানান প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী।

কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, দেশে তিনজন করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পরই যৌক্তিক কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানের সূচি পরে জানানো হবে বলেও জানিয়েছেন কামাল আব্দুল নাসের চৌধুরী। তবে মুজিববর্ষের অন্যান্য অনুষ্ঠান স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হবে।

Exit mobile version