Site icon Jamuna Television

পদ্মায় নৌকাডুবি, নববধূসহ ৯ জনের লাশ উদ্ধার

রাজশাহীতে পদ্মানদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নববধূর মরদেহ উদ্ধার হয়েছে। এনিয়ে উদ্ধার হলো নিখোঁজ ৯ জনের লাশ।

সোমবার সকাল ৭ টার দিকে শ্যামপুর ঘাট থেকে নববধূ সুইটি আক্তার পূর্ণিমার মরদেহ উদ্ধার করে জেলেরা।

শুক্রবার সন্ধ্যায় বউভাতের আনুষ্ঠানিকতা শেষে পদ্মার চরের খানপুর এলাকা থেকে, ২টি নৌকায় করে পবা উপজেলার ডাঙ্গিরপাড়ার উদ্দেশে রওনা দেয় যাত্রীরা। মাঝনদীতে বৈরি আবহাওয়ার কবলে পড়ে উল্টে যায় নৌকা দুটি। উদ্ধার অভিযানে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।

Exit mobile version