Site icon Jamuna Television

সিরিয়ায় ট্যাংকারের সাথে যানবাহনের সংঘর্ষ, নিহত ৩২

সিরিয়ার হোমস প্রদেশে জ্বালানিবাহী ট্যাংকারের সাথে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩২ জন; গুরুতর আহত আরও ৭৭।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় দামেস্ক-হোমস হাইওয়েতে ব্রেকফেইলের কারনে নিয়ন্ত্রণ হারায় ট্যাংকারটি। এরফলে, যাত্রীবাহী দুটি বাস এবং ছোটবড় অন্তত ১৫টি যানবাহনের সাথে হয় সংঘাত। বাসগুলোয় ছিলেন ইরাক থেকে আসা পূণ্যার্থীরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এরইমধ্যে, নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে দুর্ঘটনাস্থল। ভারী যন্ত্রপাতির মাধ্যমে সরানো হচ্ছে ধ্বংসস্তুপ। ঘটনাস্থল পরিদর্শন শেষে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সিরীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version