Site icon Jamuna Television

অস্ট্রিয়ার আল্পস পবর্তমালায় বরফধস, নিহত ৬

অস্ট্রিয়ার আল্পস পবর্তমালায় বরফধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন। রোববার থেকে তাদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান।

দেশটির পুলিশ প্রশাসন জানায়, দাশটেইন অঞ্চলে বরফধসের ঘটনায় প্রাণ হারান ৫ চেক প্রজাতন্ত্রের পর্যটক। ৯ হাজার ফুট উচ্চতায় তারা পড়েন এই দুর্ঘটনায়।

একইদিন, দক্ষিণাঞ্চলীয় কারেনথিয়া অঞ্চলে বরফধসের কবলে পড়েন ৩৩ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা। তাদের মরদেহের সন্ধানে অঞ্চলগুলোয় কাজ করছে সাতটি হেলিকপ্টার এবং শতাধিক উদ্ধারকর্মী।

গেলো বছরও জানুয়ারি মাসে, আল্পসের একটি রিসোর্টে বরফধসে আটকা পড়েন ৬০ পর্যটক।

Exit mobile version