Site icon Jamuna Television

ভারতে করোনা সন্দেহে মৃত ২

ভারতের লাদাখ ও মুর্শিদাবাদে শ্বাসকষ্টজনিত জটিলতায় দু’জনের মৃত্যু হয়েছে। ওই দু’জন কোভিড নাইন্টিন আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

দিল্লিতে মৃত ব্যক্তিদের কফসহ কয়েকটি নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তারা করোনাভাইরাস সংক্রমিত ছিলেন কি না। মৃতদের একজন লাদাখের মোহাম্মদ আলী সম্প্রতি ইরান থেকে ফিরেছেন।

৭৬ বছর বয়সী মোহাম্মদ আলী যে বিমানে ফিরেছেন তাতে ছিলেন লাদাখের প্রথম করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া দুই রোগী। গত শনিবার হাসপাতালে ভর্তি হন তিনি। এ ঘটনার পর পৃথক করে দেয়া হয়েছে তার গ্রাম।

এদিকে, করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা হয়েছে লাদাখের স্কুল-কলেজ।

মৃত অপর ব্যক্তি মুর্শিদাবাদের জানারুল হক সম্প্রতি ফিরেছেন সৌদি আরব থেকে। শনিবার জ্বর-সর্দি-কাশি নিয়ে হাসাপাতালে ভর্তির পর কোয়ারেন্টাইনে রাখা হয় তাকে। ভারতে এ-পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ৩৯ জন।

Exit mobile version