Site icon Jamuna Television

দোল উৎসবের জন্য বেনাপোলে আমদানি রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি:

ভারতে সনাতন ধর্মীয়দের দোল পুজার সরকারী ছুটি থাকায় আজ সোমবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে লোড আনলোড ও খালাশ প্রক্রিয়া স্বাভাবিক সহ ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী পারপার স্বাভাবিক রয়েছে।

ভারতের পেট্রাপোল স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, দোল পুজায় তাদের সরকারী ছুটি থাকায় আজ বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি সহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি রফতানি চালু হবে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক মামুন তরফদার জানান, ভারতে সনাতন ধর্মীয়দের দোল উৎসবের কারনে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে লোড আনলোড সহ সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

Exit mobile version