Site icon Jamuna Television

মাস্ক, সেনিটাইজার এর দাম বৃদ্ধির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে: হাইকোর্ট

করোনাভাইরাস প্রতিরোধে নেয়া পদক্ষেপের বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার সকালে এফ আর এম নাজমুল আহসান ও কামরুল কাদেরের বেঞ্চে প্রতিবেদন জমা দেয়া হয়।

এই প্রতিবেদনের ওপর শুনানিতে আদালত বলেন, মাস্ক, সেনিটাইজার এর দাম বৃদ্ধির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে, মুনাফা লোভীরা এখানেও সুযোগ নিচ্ছে। এ বিষয়ে আগামী ৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। সেদিন আরও একটি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসাথে, করোনা প্রতিরোধে দেশের সব সরকারি হাসপাতালে আলাদা ইউনিট গঠন এবং বেসরকারি হাসপাতালগুলোতেও পৃথক সেল গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে এই প্রতিবেদনে।

Exit mobile version