Site icon Jamuna Television

দেশে ফেরা প্রবাসীদের বাসায় অবস্থান করার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের

বিদেশ ফেরত মানেই করোনা আক্রান্ত নয়। দেশে ফেরার পর প্রবাসীদের বাসায় অবস্থান করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল কালাম আজাদ।

দুপুরে মহাখালীতে ব্রিফিংয়ে তিনি এই পরামর্শ দেন। বলেন, প্রতিটি জেলায় কন্ট্রোল রুম স্থাপন করা হবে। বাড়িতে বসেই টেলিফোনে সেবা নিতে পারবেন সবাই।

মহাপরিচালক জানান, স্থানীয়ভাবে মাস্ক, সেনিটাইজার তৈরি ও সরবরাহে ঘাটতি যেনো না হয় সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, মারাত্মকভাবে করোনা ছড়িয়ে পড়া এলাকা থেকে না আসলে, তার আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। এরইমধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের পরিচয় গোপন রাখতে গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান তিনি।

মীরজাদি বলেন, সামাজিকভাবে তারা যেন হেয় না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। প্রবাসীদের বিষয়ে বাড়িওয়ালাদের সদয় হওয়ার পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্ন থাকার ওপর জোর দেন ডা. সেব্রিনা।

Exit mobile version