Site icon Jamuna Television

কন্যাকে মেঝেতে আছড়ে হত্যা করল পিতা

পারিবারিক কলহের বলি হয়েছে আড়াই বছরের এক কন্যা শিশু লিপি। মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুটিকে মেঝেতে আছড়ে ফেলে হত্যা করেছে পাষণ্ড পিতা।

বুধবার সকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডের শ্রীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল লিটন-সাদিয়ার সংসারে। ঝগড়ার রেশ ধরে স্ত্রীকে মারধর শুরু করে লিটন। এক পর্যায়ে প্রতিবাদ করে স্ত্রী সাদিয়া। স্ত্রীর প্রতিবাদে আরও ক্ষুদ্ধ হয়ে কোলে থাকা শিশু লিপিকে ছিনিয়ে নিয়ে মেঝেতে আছাড় মারে লিটন। এতে শিশুটির মৃত্যু ঘটে।

ঘটনাস্থল থেকে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পলাতক পাষণ্ড লিটনকে আটকের চেষ্টা করছে পুলিশ।

যমুন অনলাইন: এএস/

Exit mobile version