Site icon Jamuna Television

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এরমধ্যে টাঙ্গাইলে প্রাইভেটকার-সিএনজি-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে ৫ জনের। সকালে গোড়াই-সখিপুর সড়কের বেলতৈল বটতলা এলাকায় এ ঘটনা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাটিভর্তি একটি ট্রাক সখিপুর থেকে হাটুভাঙার দিকে যাওয়ার পথে, ওভারটেক করার সময় একটি সিএনজিকে চাপা দেয়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গেও মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেটকারটি ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সিএনজি আরোহী হৃদয় ও মাশরাফুল নামে দুই ব্যক্তি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মারা যান আরো ৩ জন।

এদিকে, ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সাথে কাভার্টভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কাভার্টভ্যান চালক মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, নোয়াখালীর সেবাহাটে চট্টগ্রামগামী একটি বিআরটিসি বাস ধাক্কা দেয় মোটরসাইকেলকে। ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী নাইম। স্থানীয়রা বাসটি আটক করলেও পালিয়ে যায় চালক। আর সিরাজগঞ্জ ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ২ জনের।

Exit mobile version