Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে মাস্কের অতিরিক্ত দাম রাখায় দুই দোকানিকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
নির্ধারিত মূল্যে মাস্ক বিক্রি না করায় লক্ষ্মীপুরে দুইটি ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার সন্ধ্যায় জেলা শহরের হাসপাতাল রোড এলাকার সার্জিক্যাল ফার্মেসী ও বিসমিল্লাহ সার্জিক্যাল মার্টকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল-আমিন বলেন, অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় সার্জিক্যাল ফার্মেসীকে ১০ হাজার ও বিসমিল্লাহ সার্জিক্যাল মার্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলার কোথাও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে মাস্ক বিক্রি করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে একই সময় জেলা প্রশাসক কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক জরুরি সভা করা হয়েছে। সভায় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিদেশ থেকে জেলার কেউ দেশে আসলেই সর্বপ্রথম সরকারি হাসপাতালগুলোতে যোগাযোগ করার আহ্বান জানান বক্তারা।

Exit mobile version