Site icon Jamuna Television

অতিরিক্ত দামে মাস্ক বিক্রি: কুমিল্লায় ৪ দোকানকে জরিমানা

কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় ৪টি দোকানে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় জরিমানা এবং সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের ওই আভিযানে ওই চার দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকায় করোনা ভাইরাস শনাক্ত হওয়ার খবরে কুমিল্লায় মাস্কের দাম দ্বিগুণ বাড়িয়ে দেয় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। সোমবার বিকেলে নগরীর কান্দিরপাড় ও বাদুরতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম জানান, অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অভিযোগে ভোক্তা অধিকারকে জানায় ভোক্তারা।

এছাড়া মানুষের নিত্য প্রয়োজনীয় কোন কিছুর দাম বাড়িয়ে দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Exit mobile version