Site icon Jamuna Television

করোনা আতঙ্কের মধ্যেই জেব্রা আর কুমিরের মাংস খেলেন সৃজিত!

প্রাণঘাতী করোনা আতঙ্কের মধ্যেই আফ্রিকায় গিয়ে জেব্রা আর কুমিরের মাংস খেলেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি!

জানা গেছে, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে পুরো ইউনিট নিয়ে আফ্রিকা অবস্থান করছেন সৃজিত।

সেখানে কাজের ফাঁকে ‘কার্নিভোর দ্য রেস্টুরেন্ট’ নামে এক রেস্তোরাঁয় গিয়ে গ্রিল করা কুমিরের মাংস, জেব্রার স্টেক খেয়েছেন এই পরিচালক। বিষয়টি সৃজিত নিজেই সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন।

শুকরের ঠ্যাংও অবশ্য সেখানকার মেনুতে রয়েছে। তবে সৃজিত সেই পদ চেখে দেখেছেন কিনা, তা জানা যায়নি।

করোনা আতঙ্কের মধ্যে সৃজিতের এ ধরনের খাবার গ্রহণে অবাক হয়েছেন অনেকেই। সতর্ক বাণীও দিয়েছেন সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে। কারণ বিশ্বজুড়ে করোনা ত্রাসে কাঁপছে সবাই। ভারতে মুরগির মাংস থেকে দূরে পালাচ্ছেন অনেকে। আর সেই সময় তিনি জেব্রা আর কুমিরে মাংস খেলেন! অনেকে এই সময়ে এসব খাবারকে ঝুঁকিপূর্ণ মনে করছেন।

প্রসঙ্গত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির পুরোদমে চলছে শুটিং। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। কেনিয়ার জঙ্গলেই হবে সিংহভাগ ছবির শুটিং।
সূত্র: জি নিউজ

Exit mobile version