Site icon Jamuna Television

হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ করে দিলো সরকার

অতিরিক্ত দামে হ্যান্ড স্যানিটাইজার ও হ্যাক্সিসেল বিক্রি করায় দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ সোমবার বিকেলে ঔষধ প্রশাসন অধিদফতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজারের সরবরাহ নিশ্চিত ও মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি, ঔষধ উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিরা।

সভায় সাতটি প্রতিষ্ঠানের উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নির্ধারণ করে দেয়া হয়। খুচরা বিক্রেতাগণ একসঙ্গে কোন ব্যক্তির নিকট একটির বেশি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করবে না। নির্ধারিত মূল্যের বেশি বিক্রয় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version