Site icon Jamuna Television

দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সেই পিআইও কর্মকর্তাকে ফের বদলির আদেশ

দুর্নীতিতে অভিযোগে অভিযুক্ত গাইবান্ধার বিতর্কিত সেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারকে অবশেষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বদলির আদেশ দিয়েছে অধিদফতর।

সোমবার (৯ মার্চ) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপ-সচিব (উপ-পরিচালক) লুৎফুন নাহার স্বাক্ষরিত অফিস আদেশের এই তথ্য জানা গেছে।

আদেশে আগামী ১৬ মার্চের মধ্যে নুরুন্নবীকে সুন্দরগঞ্জ ছেড়ে বাঘাইছড়িতে যোগদানের কথা বলা হয়। অন্যথায় ১৬ মার্চ অপরাহে কর্মবিমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন তিনি।

এর আগে, দুর্নীতি-লুটপাটের নানা অভিযোগে নুরুন্নবীর বিরুদ্ধে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর গেল বছরের ২৮ সেপ্টেম্বর তাকে চট্রগ্রামের স্বদ্বীপে বদলির আদেশ দেয় অধিদপ্তর। কিন্তু সেই আদেশ অমান্য করায় স্ট্যান্ড রিলিজের পর অসুস্থতার অজুহাতে দুই মাসের বেশি সময় কর্মস্থলের বাইরে থাকেন নুরুন্নবী।

এরপর গত ৩ ডিসেম্বর উচ্চ আদালতের রিট পিটিশনে বদলি স্থগিতাদেশ নিয়ে সুন্দরগঞ্জেই ফেরেন তিনি। কিন্তু তার স্থগিতাদেশের বিরুদ্ধে ৫ জানুয়ারি চেম্বার আদালতে অধিদফতরের সচিব শাহ আব্দুল কালামের আপিলের প্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ শুনানিতে রিট পিটিশন স্থগিত রেখে অধিদপ্তরের বদলির আদেশ বহাল রাখেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালে সুন্দরগঞ্জে যোগদানের পর থেকেই ঘুষ-দুর্নীতি-লুটপাটের রাজত্ব কায়েমের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলাসহ (দুদক) নুরুন্নবীর বিরুদ্ধে মোট ৫টি মামলা হয়। দুর্নীতির একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করায় যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের ১২ গণমাধ্যম ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে গত ১৬ অক্টোবর রংপুর আদালতে পৃথক দুটি মানহানীর মামলা করেন নুরুন্নবী।

এদিকে, ঘুষ-দুর্নীতি, কমিশন বাণিজ্য, ভ্রমণভাতার নামে অর্থ লোপাট ও ক্ষমতার অপব্যবহার-অসদচারণসহ নুরুন্নবীর বিরুদ্ধে হিসাব রক্ষণ কর্মকর্তাকে হুমকি ও হয়রানীর অভিযোগের প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের দুই দফায় গঠিত তদন্ত কমিটি।

Exit mobile version