Site icon Jamuna Television

মোদির ঢাকা সফর স্থগিত

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ ঢাকায় আসার কথা ছিল তার।

জনস্বাস্থ্য বিবেচনায় জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের সূচি পরিবর্তিত ও কাটছাট হওয়ায় নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার জানান, বাংলাদেশ সরকার পরবর্তীতে আনুষ্ঠানমালার নতুন সূচি জানাবে নয়াদিল্লিকে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করার কথাও জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version