Site icon Jamuna Television

সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত ইতালির

করোনাভাইরাসের কারণে সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালির জাতীয় অলিম্পিক কমিটি। আগামী ৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে বন্ধ থাকবে সব ধরনের ক্রীড়া আসর।

সকল স্পোর্টস ফেডারেশনের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ইতালির জাতীয় অলিম্পিক কমিটি। এর আগে দর্শকশূন্য গ্যালারিতে চলছিল দেশটির ফুটবল লিগ সিরি-আ। এবার লিগের ম্যাচও বন্ধ থাকবে ৩ এপ্রিল পর্যন্ত।

ইতালিতে প্রায় দেড় কোটি মানুষকে রাখা হয়েছে কোয়ারেন্টিনে। তারপরও কমছে না করোনাভাইরাস সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬৬ জনের।

Exit mobile version