Site icon Jamuna Television

তুরস্কের অভিযানে পিকেকে’র ৩১ সদস্য নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের সশস্ত্র সংগঠন- পিকেকে’র কমপক্ষে ৩১ সদস্যকে হত্যা করেছে তুর্কি সেনাবাহিনী। পৃথক অভিযানে তাদের হত্যা করা হয়।

সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সীমান্তে অনুপ্রবেশের সময় হত্যা করা হয় ১৮ যোদ্ধাকে। অঞ্চলটিতে তুরস্কের ‘অপারেশন পিস স্প্রিং’ চলমান।

একইদিন উত্তর-পশ্চিমাঞ্চলে ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’-এর আওতাভুক্ত এলাকায় পৃথক অভিযানে হত্যা করা হয় আরও ১৩ পিকেকে যোদ্ধাকে। তুরস্কে নিষিদ্ধঘোষিত পিকেকে’র বিরুদ্ধে সিরীয় সীমান্তে ২০১৬ সাল থেকে অভিযান চালিয়ে আসছে তুর্কি সরকার।

Exit mobile version