Site icon Jamuna Television

করোনা ঠেকাতে বিমানবন্দরে দায়সারা পরীক্ষা, উদ্বিগ্ন যাত্রীরা

করোনা সতর্কতা জারির পরও বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে ফেরাদের পরীক্ষা-নিরীক্ষায় রয়েছে গাফিলতি। ধীরগতি নিয়েও অভিযোগ তুলেছেন যাত্রীরা।

এখনও নষ্ট বিমানবন্দরে একটি স্ক্যানার, বাকি দু’টি দিয়েই চালানো হয়েছে কাজ। এদিকে, গত রাতে শাহজালাল বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক বয়স্ক দম্পতিকে পরীক্ষার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক। দু’জনের শরীরেই তাপমাত্রা বেশি পাওয়া যায়। মাস দেড়েক আগে তাদের ছেলে চীন গিয়েছিলো বলেও জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

এদিকে, দেশে ফেরা যাত্রীরা, বিমানবন্দরে যথাযথ পরীক্ষা হচ্ছে কীনা তা নিয়েও সংশয় জানিয়েছেন। দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর দাবি জানান তারা।

Exit mobile version