Site icon Jamuna Television

করোনাভাইরাস: কালকের সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ স্থগিত

ফাইল ছবি

করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে আগামীকাল সারাদেশে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা করেছে বিএনপি। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাস নিয়ে সরকার জনগনকে শুধু আশ্বস্তই করেছে কাজের কাজ কিছুই করেনি। এয়াপোর্টে এবং স্থলবন্দরে স্ক্রিনিং ব্যবস্থা খুবই অপর্যাপ্ত বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, মুজিববর্ষ পালনের ডামাডোলে সরকার করোনাভাইরাস মোকাবেলার প্রস্তুতিতে ব্যর্থ হয়েছে। খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের করা আবেদন গৃহীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

Exit mobile version