Site icon Jamuna Television

ইতালি ফেরত পিতা-পুত্র পর্যবেক্ষণে

রাজবাড়ী প্রতিনিধি
করোনাভাইরাস আতঙ্কে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইতালি ফেরত পিতা-পুত্রকে পর্যবেক্ষণে রেখেছে উপজেলা প্রশাসন। ২ মার্চ বাংলাদেশে আসে তারা।

তারা উভয়ই বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের বাসিন্দা। পিতার বয়স ৪৫ ও পুত্রের বয়স ২২।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, করোনাভাইরাস আতঙ্কে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সোমবার রাত থেকে তাদেরকে নিজ বাড়িতে এক সপ্তাহ পর্যক্ষেণে রাখা হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এক কথায় বলতে গেলে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সাথে বিষয়টি দেখছে। ১৪ দিন পর স্বাস্থ্য বিভাগের সহায়তায় পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

Exit mobile version