Site icon Jamuna Television

করোনাভাইরাস: নারায়ণগঞ্জে এক চীনা নাগরিকসহ পাঁচজন পর্যবেক্ষণে

নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দুই জনের সংস্পর্শে আসায় চারজন ও একজন চীনা নাগরিককে কোয়ারেন্টাইনে (পর্যবেক্ষণে) রাখা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। তাদের নিজ বাড়িতেই বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। তারা করোনাভাইরাসে আক্রান্ত নয় বলেও জানিয়েছেন সিভিল সার্জন।

ডা.ইমতিয়াজ বলেন, বিদেশ থেকে যারা দেশে ফেরেন তাদের ১৪ দিন স্বাভাবিক পর্যবেক্ষণে রাখা হয়। সে হিসেবে চীনা এক নাগরিককে রাখা হয়েছে। এছাড়া আক্রান্ত দুইজনের পরিবারের চারজনকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দুইজন রোগী শনাক্তের পর প্রাদুর্ভাব ঠেকাতে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে জেলা মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক জসিম উদ্দিনকে সভাপতি এবং জেলা সিভিল সার্জনকে সদস্য সচিব করে এই কমিটি করা হয়েছে।

অপরদিকে মাত্র ২০-৩০ টাকার মাস্ক বিভিন্ন ফার্মেসিতে ও ভাসমান বিক্রেতারা ১২০-১৫০ টাকায় বিক্রি করার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।

Exit mobile version