Site icon Jamuna Television

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা সাময়িক স্থগিত

রোমে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইতালি সরকার করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে রেড জোন ঘোষণা দেয়।

একইসঙ্গে প্রয়োজন ছাড়া চলাচল, জনসমাগম নিষিদ্ধ করায় দূতাবাস সাময়িকভাবে এ কনস্যুলার সেবা স্থগিত করে।

তবে খুব জরুরি প্রয়োজনে দূতাবাসে না গিয়ে প্রবাসীরা যেন ঘরে বসে সেবা পেতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে দেশটির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় দেশটিতে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের সুরক্ষার্থে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা স্থগিত থাকবে।

তবে জরুরি প্রয়োজনে প্রবাসীদের সেবা দিতে হটলাইন চালু করেছে রোম দূতাবাস। অফিস চলাকালীন বিভিন্ন নম্বরে ফোন করে অথবা দূতাবাসে ইমেইল করে ঘরে বসেই যেকোন সেবা গ্রহণ করতে পারবেন প্রবাসীরা।

Exit mobile version