Site icon Jamuna Television

করোনা আতঙ্কে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে পড়েছে ভারত সফররত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলার জন্য আজ দু’টি দলই উত্তরের পাহাড়ী শহর ধর্মশালায় পৌঁছেছে। বৃহস্পতিবার এখানেই হবে প্রথম ওয়ানডে।

দক্ষিণ আফ্রিকা দল ইতোমধ্যে চলাফেরা ও অনুশীলনে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। বিশ্বের শতাধিক দেশে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার লোক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে ভারতে ৪০ জন শনাক্ত হয়েছে। ভারত সরকারের নানা বিধি-নিষেধ থাকলেও, খেলা আয়োজনে কোন বাঁধা নেই বলে জানিয়েছে হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন।

হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের পরিচালক সঞ্জয় শর্মা বলেন, আমাদের ২০ হাজার ধারণক্ষমতা রয়েছে, এরমধ্যে ১২ হাজার টিকিটই বিক্রি হয়ে গেছে। করোনা আতঙ্ক রয়েছে, তবে আমরাও বিশেষ সতর্কতা জারি করেছি।

Exit mobile version